নটি রুটে বাস বন্ধ, চূড়ান্ত নাকাল যাত্রীরা

লম্বা পুজোর ছুটি কাটিয়ে সোমবার প্রথম কাজের দিন। আর এদিনই সকাল থেকে চূড়ান্ত নাকাল হচ্ছেন ডানলপ থেকে থেকে টালাব্রিজ পর্যন্ত বাসযাত্রী। বাস পরিষেবা বন্ধ থাকায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে অঞ্চল। রাস্তায় নামেনি ন’টি রুটের কমপক্ষে ৩৫০টি বাস।

বেহালা দশায় টালা ব্রিজে বন্ধ বাস চলাচল। ঘুর পথে চালাতে অসুবিধা হওয়ায় প্রথম থেকেই অসন্তোষ প্রকাশ করছেন বাস মালিক ও চালকরা। বাস ঘুরিয়ে দেওয়ায় অতিরিক্ত সময় লাগার কারণে ক্রমশ কমছে যাত্রী সংখ্যা। এতে ক্ষতিও হচ্ছে বলে অভিযোগ বাস মালিকদের। সেই কারণে, সোমবার, রাস্তায় নামেনি কমপক্ষে ৩৫০টি বাস। উৎসব কাটিয়ে কাজে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে নাজেহাল যাত্রীরা।

আরও পড়ুন – কাউন্টার-অ্যাটক নির্ভর ফুটবল খেলে ভারতের ছোট ভুলের সুযোগ নিতে চায় বাংলাদেশ

এই বাসগুলি প্রধানত ডানলপ, দক্ষিণেশ্বর, নিমতা থেকে ধর্মতলা, বাবুঘাট, হাওড়া, এসডিএফ যায়। এই সব রুটে চলে। কিন্তু বাস মালিকদের অভিযোগ টালা ব্রিজ বন্ধ থাকায় যে সব রুট দিয়ে তাঁদের ঘুরে যেতে হচ্ছে তাতে সময় অনেক বেশি লাগছে। যাত্রী সংখ্যাও নগন্য। ভাড়া বাড়ানোর উপায় নেই। এদিকে তেলের দাম বাড়ছে। সেই কারণে কাজের দিন সকালেই বাস নামাননি তাঁরা। এই পরিস্থিতিতে অফিস টাইমে চরম ভোগান্তির শিকার যাত্রীরা।

যে ৯টি রুটের বাস চলছে না…

২০১- নিমতা- এসডিএফ
৩২এ- দক্ষিণেশ্বর- সেক্টর ফাইভ
২০২- নাগেরবাজার- সায়েন্স সিটি
২১৪- সাজিরহাট – বাবুঘাট
৭৮- ব্যারাকপুর – ধর্মতলা
২২২- বনহুগলি- বেহালা চৌরাস্তা
এস ১৮৫- নিমতা- হাওড়া
৩৪বি- ডানলপ- ধর্মতলা
৩৪ সি- নোয়াপাড়া- ধর্মতলা

আরও পড়ুন – শেষপর্যন্ত শোভনকে ছেঁটেই ফেলল বিজেপি, গুরুত্ব বাড়ল সব্যসাচী দত্তর

Previous articleকাউন্টার-অ্যাটক নির্ভর ফুটবল খেলে ভারতের ছোট ভুলের সুযোগ নিতে চায় বাংলাদেশ
Next articleমোদির আর্থিক নীতিকে সর্বনাশা বলছে দলের শ্রমিক সংগঠন!