গুরুর পরে নোবেল পেলেন ছাত্র। অর্থনীতিতে নোবেল পেলেন অমর্ত্য সেনের ছাত্র অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সোমবার, নোবেল কমিটির পক্ষে থেকে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। তাঁর সঙ্গেই নোবেল পাচ্ছেন তাঁর স্ত্রী এস্থার ডাফলো ও মিকেল ক্রোমার। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যদিও এখন মার্কিন নাগরিক। ১৯৯৮-এ অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন অমর্ত্য সেন। এগারো বছর পরে এই পুরস্কার পাচ্ছেন তাঁরই ছাত্র অভিজিৎ বিনায়ক। তিনি এই নিয়ে তৃতীয় বাঙালি যিনি এই পুরস্কার পেলেন।

আরও পড়ুন-হরিয়ানার প্রচারে আজ তারকার মেলা, নিশ্চিত আকচা-আকচি

