নয়া বোর্ড প্রেসিডেন্টকে স্বাগত জানাতে প্রস্তুতি চলছে সিএবিতে

লর্ডসে অভিষেক থেকে বোর্ড প্রেসিডেন্ট, যাত্রাপথটা যেন রূপকথার মত। আর এই রূপকথার যাত্রাপথ পেরিয়ে ভারতীয় ক্রিকেটের মসনদে বসতে চলেছেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তাই তাঁকে নিয়ে রীতিমতো উত্তেজনা ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এই মুহূর্তে মহারাজের ঠিকানা মুম্বই। কিন্তু আজ, মঙ্গলবার বিকেলে মহানগরীতে পা রাখতে চলেছেন সৌরভ। বিমানবন্দর থেকে সোজা যাওয়ার কথা সিএবিতে। তাই নয়া বোর্ড প্রেসিডেন্টকে স্বাগত জানাতে সিএবিতে কার্যত সাজো সাজো রব।

জানা গিয়েছে, বিমানবন্দর থেকে সৌরভকে স্বাগত জানানোর জন্য সিএবির আআধিকারিকরা তথাকবেন। তারপর তাঁকে নিয়ে সোজা আসা হবে সিএবিতে এবং সেখানেই সংবর্ধনা দেওয়া হবে বিসিসিআইয়ের নয়া প্রেসিডেন্টকে। তাই সব মিলিয়ে কার্যত চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে সিএবিতে।