মঙ্গলবার, ১৫ অক্টোবর প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ৮৮ তম জন্মদিন। ভারতের একাদশতম রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম। ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব সামলেছেন তিনি । মঙ্গলবার দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ৮৮তম জন্মদিন উপলক্ষে ডিআরডিও ভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, আইএএফ প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া, সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত এবং নৌসেনার চিফ অ্যাডমিরাল করমবীর সিং। বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে সমাজকে উন্নতির পথ দেখানোই ছিল এপিজে আব্দুল কালামের একমাত্র লক্ষ্য।

Delhi: Defence Minister Rajnath Singh, Army Chief General Bipin Rawat, IAF Chief Air Chief Marshal RKS Bhadauria & Navy Chief Admiral Karambir Singh pay tributes to former President #APJAbdulKalam, at DRDO (Defence Research&Development Org) Bhawan, on his birth anniversary today. pic.twitter.com/AGUvO9EoBr
— ANI (@ANI) October 15, 2019
আরও পড়ুন-নোবেল এবং ‘ফাটা বাঁশে আটকানো’ বিজেপি
