ঋণ নিয়ে বেকায়দায় ইমরান সরকার, জল্পনা রেহামের টুইটে

ঋণ নিয়ে এবার বিপাকে ইমরান সরকার। দেশ ও বিদেশের বিভিন্ন সংস্থা থেকে অর্থ নিয়ে কার্যত বেকায়দায় পাকিস্তানের রাষ্ট্রপ্রধান। দেশেই কোণঠাসা পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এই পরিস্থিতিতে কাশ্মীর নিয়ে অ্যাডভান্টেজ মোদি সরকার। ফলে, এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন ইমরানের প্রাক্তন স্ত্রী। রেহাম খান তাঁর টুইটার হ্যান্ডেলে অভিযোগ করেছেন, অস্ট্রেলিয়ার মতো দেশ থেকে বেআইনি উপায়ে টাকা নিচ্ছেন ইমরান খান। এই বিস্ফোরক মন্তব্যের জেরে পাকিস্তানের রাজনীতিতে ঝড় উঠেছে।

রেহামের অভিযোগ, ইনসাফ অস্ট্রেলিয়া আইএনসি নামে তাঁর প্রাক্তন স্বামীর একটি সংস্থা রয়েছে। এর মাধ্যমেই ঘুর পথে টাকা সংগ্রহ করে করেন ইমরান। সেটি নিয়ে কী করেন তিনি? রেহামের দাবি, টাকা যায় রহস্যজনক তহবিলে। এই বিষয়ে ভবিষ্যতে তিনি আরও তথ্য দেবেন বলেও জানান রেহাম।

আরও পড়ুন-বুধবারই অযোধ্যা মামলার শুনানি শেষ, জানাল শীর্ষ আদালত

 

Previous articleবুধবারই অযোধ্যা মামলার শুনানি শেষ, জানাল শীর্ষ আদালত
Next articleপুরভোটের আগেই দলীয় সমীক্ষায় নামছে তৃণমূল, বৈঠকে এলেন না মমতা