“বাস্তবে এনআরসি হবে না”, মতুয়াদের আশ্বাস বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের

“বাস্তবে এনআরসি হবে না”। বাংলায় এনআরসি চালুর আগে নাগরিকত্ব দেওয়া হবে। তারপর অনুপ্রবেশকারীদের চিহ্নিত করবে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার, হুগলির চুঁচুড়ার মাঠে সারা ভারত মতুয়া সংঘের সন্মেলনে এই আশ্বাস দিলেন বিজেপি সাংসদ ও মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি শান্তনু ঠাকুর।

বিজেপি সাংসদের অভিযোগ, এনআরসি নিয়ে মতুয়াদের ভুল বার্তা দিচ্ছে রাজ্য সরকার। তাঁর মতে, অসমের উদাহরণ দেখিয়ে মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলেছে। অসমে হিন্দু-বাঙালিদের বাদ পড়া নিয়ে রাজ্য সরকারের টানাপোড়েনকে দায়ী করেন তিনি। বিষয়টি নিয়ে কেন্দ্র যে সচেতন তাও উল্লেখ করেন শান্তনু ঠাকুর। কিন্তু সেই রাজ্যেও তো ক্ষমতায় বিজেপি সরকার, তাহলে টানাপোড়েন কার সঙ্গে? এর উত্তর কিন্ত দেননি শান্তনু।

আরও পড়ুন-কিনারার পরেও জিয়াগঞ্জ খুন নিয়ে দিল্লি দরবারে বিজেপি

 

Previous articleকিনারার পরেও জিয়াগঞ্জ খুন নিয়ে দিল্লি দরবারে বিজেপি
Next articleতেরঙ্গার ভিড়ে হারিয়ে যায়নি পদ্মাপাড়ের অতিথিরা