অভিজিৎকে নিয়ে বেলাগাম মন্তব্য রাহুলের

“কারও দ্বিতীয় স্ত্রী বিদেশি হলে তিনি নোবেল পাচ্ছেন। জানি না এটা নোবেল পাওয়ার জন্য বিশেষ কোনও ডিগ্রি কি না”। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেল পাওয়া প্রসঙ্গে বেলাগাম মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার। \

এর আগে শুক্রবারই, রেলমন্ত্রী পীযূষ গোয়েল মন্তব্য করেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বামপন্থা ঘেঁষা। ওঁর তত্ত্বকে ভারতের জনতা খারিজ করে দিয়েছে। রেলমন্ত্রীর বক্তব্যকে সমর্থন জানাতে গিয়ে বেলাগাম মন্তব্য করলেন রাহুল সিনহা। এতদিন বিজেপি-র কর্মী, সমর্থকরা তাঁদের সোশ্যাল মিডিয়ার যে মিম পোস্ট করছিলেন, শুক্রবার সেটাই সাংবাদিক সামনে বলে ফেললেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। অভিজিতের নোবেল পাওয়া প্রসঙ্গে তিনি বললেন, “যাঁদের দ্বিতীয় স্ত্রী বিদেশী, তাঁরাই নোবেল পাচ্ছেন। আমি জানি না এটা নোবেল পাওয়ার জন্য বিশেষ কোনও ডিগ্রি কি না।” পীযূষ গোয়েলের বক্তব্যকে সমর্থন করে রাহুল বলেন, অর্থনীতিকে বামপন্থার রীতিতে চালাতে চান অভিজিতের মতো লোকেরা। এই মন্তব্য পরেই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। রাহুলের কুকথার তীব্র বিরোধিতা করেছে তৃণমূল, বাম, কংগ্রেস সব পক্ষই।

আরও পড়ুন – অভিজিৎ বামপন্থী! পীযূষ গোয়েল বললেন, প্রত্যাখ্যাত ওঁর নীতি

Previous articleঅযোধ্যা রায়ের আগেই কাশী-মথুরা নিয়ে নেমে পড়ল আখড়া
Next articleলকেটের সংকল্প যাত্রায় গোষ্ঠী কোন্দল