Friday, January 16, 2026

আফগানিস্তানের মসজিদে ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত কমপক্ষে ৬২, আহত শতাধিক

Date:

Share post:

ভয়ঙ্কর, মর্মান্তিক বিশেষণগুলো যেন এক্ষেত্রে কম পড়ে যায়। শুক্রবার অর্থাৎ পবিত্র জুমাবারে আফগানিস্তানে মসজিদের ভেতরে একাধিক বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। আমাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। শুক্রবার জুমার নামাজের সময় নানগারহার প্রদেশের হাসকা মিনা জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মসজিদটির ছাদ তাসের ঘরের মতো ভেঙে পড়ে।

আফগানিস্তানে হিংসা অসহনীয় মাত্রায় পৌঁছেছে, জাতি সংঘের এমন বক্তব্যের একদিন পরেই এমন ঘটনা ঘটল। প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেন, বেশ কিছু বোমা মসজিদের ভেতরে রাখা হয়েছিল। আর সেসব বোমাই বিস্ফোরণ হয়েছে।

নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করে প্রাদেশিক কাউন্সিলর সোহরাব কাদেরি বলেন, বোমা বিস্ফোরণের পর ছাদের নিচ থেকে নিহত ও আহতদের উদ্ধার কাজ করে স্থানীয় মানুষ।
এই ঘটনার পর এক প্রত্যক্ষদর্শী মালিক বলেন, ‘মসজিদটি ধ্বংসস্তূপ হয়ে গেছে। এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী তিনি।

প্রেসিডেন্টের বাসভবনের মুখপাত্র সাদিক সিদ্দিকি এই ঘটনাকে আত্মঘাতী বোমা হামলা উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, তালিবান এবং তাদের সমর্থকেরা নামাজের সময় নিরীহ মানুষের ওপর জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন তালিবানের মুখপাত্র সুহেল শাহিন। এদিকে, স্থানীয় পুলিশের আধিকারিক মুবারেজ আটল বলেন, নিহত সবাই পুণ্যার্থী ছিলেন।

এখনো পর্যন্ত এই ঘটনার কেউ দায় স্বীকার করেনি। তবে ওই প্রদেশে জঙ্গিগোষ্ঠী তালিবান ও ইসলামিক স্টেট (আইএস) সক্রিয় রয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ নতুন এক প্রতিবেদন প্রকাশ করে জানায়, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আফগানিস্তানে ‘নজিরবিহীন’ ভাবে সাধারন মানুষ নিহত অথবা আহত হয়েছেন।

জাতিসংঘের প্রতিবেদনের তথ্য মতে, গত তিন মাসে আফগানিস্তানে বিভিন্ন হিংসাত্মক ঘটনার জেরে নিহত ও আহত হয়েছেন ৪ হাজারেরও বেশি মানুষ।

spot_img

Related articles

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল! শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা হাইকোর্টে নয়া প্রধান বিচারপতি। দায়িত্বে বিচারপতি সুজয় পাল (Sujay pal)। রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁকে শপথবাক্য...

“শীতের রাতে গাড়িতে সেক্স”! হানি মন্তব্যে চরম বিতর্ক

বিতর্কিত মন্তব্য করে বারবার খবরে শিরোনামে উঠে আসেন র‍্যাপার গায়ক হানি সিং (Yo Yo Honey Singh)। মাঝে কিছুদিন...

বাংলাদেশ ক্রিকেটে গৃহযুদ্ধ জারি, পদ্মাপারে যাচ্ছে আইসিসির প্রতিনিধি দল

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ( ICC T20 World Cup)। আর মাত্র কয়েক সপ্তাহ পরেই শুরু...

দেশের জ্বালানি ক্ষেত্রের অগ্রগতি আন্তর্জাতিক মডেল হিসেবে IEW-এ তুলে ধরবে ভারত

আন্তর্জাতিক মডেল হিসেবে ভারতের (INDIA) জ্বালানি ক্ষেত্রে অগ্রগতি তুলে ধরবে ইন্ডিয়া এনার্জি উইক ২০২৬। বছরের প্রথম আন্তর্জাতিক এনার্জি...