জলের কল থেকে আগুন বেরোনোর ঘটনায় আতঙ্ক ছড়াল দেগঙ্গার চাকলা পঞ্চায়েতের মঞ্জিলহাঁটি মোল্লা পাড়ায়। শুক্রবার, সন্ধেয় আচমকাই এলাকাযর সব জলের কলে আগুনের ফুলকি দেখা যায়। এমনকী, কলের সামনে আগুনের শিখা ধরলে আগুন জ্বলতে থাকে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাটির নীচে কোনওভাবে কোনও গ্যাস লিক হয়ে তা জলের পাইপের মাধ্যমে বাইরে বেরিয়ে আসছে বলে প্রাথমিকভাবে অনুমান। শনিবার, ওএনজিসি ও দমকল বাহিনী ঘটনাস্থলে যাবে বলে সূত্রের খবর।
