Wednesday, November 12, 2025

প্রমাণ ছাড়া কুৎসা হলে সামলাতে পারবেন তো?

Date:

Share post:

কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার নিয়ে বিরোধীদের কুম্ভীরাশ্রু দেখে হাসি পাচ্ছে।

তবে মূল বিষয়ে ঢোকার আগে বলি সন্ময়কে গ্রেফতার না করে বিকল্প আইনি যুদ্ধ হলে শাসকদলের অস্বস্তি কম হত। গ্রেফতারের সিদ্ধান্ত সঠিক কিনা ভবিষ্যতে বোঝা যাবেন। এটা সন্ময় কাজে লাগালে তাঁর রাজনৈতিক লাভ।

সন্ময় সজ্জন। সুবক্তা। কোনো সন্দেহ নেই। সোশাল মিডিয়ায় তৃণমূলের কড়া সমালোচক।

সমস্যা হল, তিনি কিন্তু তাঁর বক্তব্যে নির্দিষ্ট তথ্যের বদলে বিশেষণ ও ধারণাকে বেশি গুরুত্ব দেন। যে আলোচনাগুলি আমরা আড্ডার সময়ে করে থাকি, তারই কিছু যেন তিনি খবরের আকারে তুলে ধরেন। ফলে, তাতে আপাতদৃষ্টিতে ঝাঁঝ থাকলেও তার সত্যসত্যর গ্যারান্টি থাকে না।

উদাহরণ: সন্ময় একটি বিষয় তুলেছেন একশো দিনের কাজে পুকুর চুরি। তিনটে পুকুর কাটার বিল হয়েছে। পুকুর হয় নি।

শুনতে ভালো। কিন্তু সমস্যা হল সন্ময় নির্দিষ্ট জায়গার নাম বললেন না। কোনো তথ্যপ্রমাণ দিলেন না। বললেন মুর্শিদাবাদের এক বিধায়ক বলেছেন! এক বিধায়ক। আরও বললেন, ডি এম বা এস ডিও গিয়ে খুঁজে পাননি। ডিএম আর এসডিও এক হলেন!!! বললেন, মজুরির টাকা ব্যাঙ্কে জমা পড়লে বাইরে চেয়ার নিয়ে বসে তোলাবাজি হয়।

এগুলো শুনতে ভালো। প্রতিবাদী। তবে এর একটা নির্দিষ্ট তথ্য থাকবে তো? কোন ব্যাঙ্ক? কবে হল? কারা বাইরে বসল? কার টাকা গেল? কোন পঞ্চায়েত? এগুলি ছাড়া শুধু দুর্নীতির কথা বললে হাততালি পাওয়া গেলেও একটা বড় ফাঁক থেকে যায় না কি?

আপনি, আমি, আমরা অনেক কিছু শুনি। জানি। বুঝি। গল্প করি। কিন্তু প্রকাশ্যে যথাযথ প্রমাণ ছাড়া লিখতে বা বলতে পারব কী? বিষয়টা ঠিক হলেও বলা যায় না। এটা মিডিয়ার দায়বদ্ধতা বা বাধ্যবাধকতা। সন্ময় কিন্তু এই গন্ডিটা বারবার অতিক্রম করেছেন।

আজ সন্ময় গ্রেফতার হওয়ায় যারা বিপ্লবী সাজছেন, তাদের সম্পর্কে যদি ফেস বুকে নির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়া প্রচার করা হয়, হজম হবে তো? সব দলেরই অসহিষ্ণুতার বহু প্রমাণ আছে। ভুরি ভুরি নজির আছে। সন্ময় আজ তৃণমূলের বিরুদ্ধে বলছেন বলে বাকিরা মজা পাচ্ছে। কিন্তু এই কালচারটা যদি তাদের বিরুদ্ধে প্রয়োগ হয়, কেমন লাগবে?

আবার বলছি, সন্ময় ভালো বক্তা। সুন্দর উপস্থাপন। কিছু বক্তব্যে বহু ক্ষেত্রে ফাঁক আছে।
তবু, সন্ময়কে মোকাবিলার বিকল্প পথ ছিল। পুলিশি অভিযান থেকে সন্ময় যদি ভবিষ্যতে রাজনৈতিক লাভ তুলে নিয়ে যান তাহলে সেটা শাসকদলের অপরিনামদর্শীতাকেই চিহ্নিত করবে।

তবু, এটা বলতে হবে এবং মানতেও হবে, হাতের ফোনে সোশাল মিডিয়ার প্রযুক্তির সুযোগ আছে বলে তথ্যপ্রমাণের তোয়াক্কা না করে আক্রমণ চলবে, এই সংস্কৃতিটা না চলাই ভালো। সরকারবিরোধী কড়া কথায় লাইক পড়ে বেশি। সেই লাইকসংগ্রহের বাঘের পিঠে উঠলে সাংবাদিকতার ন্যূনতম নীতিগুলি উচ্ছন্নে যায়।

আমাকে এক নেতা বলছিলেন…. এই বলে যা ইচ্ছে তাই কেউ বলে গেলে সেটা হাততালি পাবে প্রচুর। কিন্তু ঠান্ডা মাথায় ভাবুন, সেটা গ্রহণযোগ্য হবে কি?

সন্ময় বলেন ভালো। কিছু ন্যায্য ইস্যুও তোলেন, সবাই যা নিয়ে কথা বলছে। কিন্তু তার একাংশ যদি নির্দিষ্টভাবে ধারাবাহিক ব্যক্তিআক্রমণে পর্যবসিত হয়, তাহলে উল্টোদিকের আক্রমণও ব্যাকরণবহির্ভূত হয়ে যাওয়ার প্ররোচনা পায়।

সন্ময়ের ইস্যুটি কোনো ব্যক্তিগত ইস্যু নয়। এটি সোশাল মিডিয়া ব্যবহার ও অপব্যহারের একটি সময়োপযোগী বিতর্ক। পুলিশকে বাইরে রেখেই এনিয়ে জনতার দরবারে লড়াই হওয়াটাই ভালো।

spot_img

Related articles

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...