বিসিসিআই সভাপতি পদে 23 অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন সৌরভ গাঙ্গুলি। এরপর 25 অক্টোবর ইডেন গার্ডেনে সৌরভকে সম্বর্ধনা দেবে সিএবি। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হচ্ছেন সৌরভেরই প্রাক্তন সতীর্থ ও ক্রিকেট নক্ষত্র ভিভিএস লক্ষ্মণ। আনার চেষ্টা হচ্ছে প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকেও। সৌরভের তথ্যচিত্রের জন্য সিএবি যোগাযোগ করেছে যুবরাজ সিং, হরভজন সিংয়ের সঙ্গে। এদিকে বাংলার ভিশন 2020 ক্যাম্প শুরু হচ্ছে 24 অক্টোবর। এটি চলবে ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানে। অনূর্ধ 23 ও সিনিয়র দলের খেলোয়াড়রা ভিশন ক্যাম্পে যোগ দেবেন।

আরও পড়ুন-রোহিতের ডবল সেঞ্চুরি, প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ইনিংসে বড়ো রানের লক্ষ্যে ভারত
