Thursday, November 13, 2025

শুরু আইএসএল, অর্থসঙ্কট বাড়ছে, ভারতীয় ফুটবলও সেই তিমিরেই

Date:

আজ শুরু হচ্ছে হিরো ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। উদ্বোধনী ম্যাচ চির প্রতিদ্বন্দ্বী এটিকে আর কেরল ব্লাস্টার্সের মধ্যে। আপাতত এটাই দেশের এক নম্বর লিগ। আইএসএলের জাঁকজমক পৃথিবীর যে কোনও লিগকে পাল্লা দিতে পারে। কিন্তু এতে দেশের ফুটবলের লাভ কতটা, সে প্রশ্ন উঠে গিয়েছে।

পুণে এবার আইএসএল থেকে সরে গিয়েছে। পুণে গিয়েছে হায়দরাবাদের হাতে। দিল্লি ডায়ানামোজ রাজধানী ছেড়ে ওড়িশায়। মূল কারন, আর্থিক সঙ্কট। কেউই এখন আর লাভের মুখ দেখছে না। উল্টে ক্ষতি বাড়ছে। প্রতি বছর প্রায় ৫০ কোটির কাছাকাছি ক্ষতি হচ্ছে। গত বছর পুণে ফুটবলারদের বেতন দিতে পারেনি। ডায়ানামোজ বেতন দিলেও খরচ কমাতে ওড়িশা চলে গিয়েছে। তাছাড়া স্থানীয় ক্লাবগুলো এই লিগে খেলতে না পারায় মাঠে দর্শকও সেভাবে হচ্ছে না। সম্প্রতি এএফসি দফতরে এক বৈঠকে ঠিক হয়, আই লিগ চ্যাম্পিয়ন খেলবে আইএসএলে আর আইএসএলের শেষতম দল যাবে আই লিগে। কিন্তু সেই পরিকল্পনা ২৯২৪-২৫ থেকে। অনেকের বক্তব্য ততদিন আইএসএল বেঁচে থাকলে হয়। আজ, আইএসএল শুরু হলেও আই লিগ অথৈ জলে। সূচি, টিভি সম্প্রচার, কিছুই ঠিক হয়নি। আর্থিক সঙ্কটে বহু ক্লাব বন্ধ হয়েছে। আইএসএল যাদের তারকা বলে সামনে আনছে তারা সকলেই আই লিগ থেকে উঠে আসা। আইএসএল কার্যত নতুন তারকা তৈরি করতেই পারেনি। তার বড় উদাহরণ জবি জাস্টিন। কেরলের এই খেলোয়াড় ইস্টবেঙ্গলে এসে ভারতীয় ফুটবলের তারকা। এবার এটিকোতে। চোখ ধাঁধানো নাম আইএসএলে বিগত দু’বছরে পাওয়া যায়নি। ফলে দুই টুর্নামেন্ট দেশের ফুটবলে খুব একটা কাজে লাগছে, বলা যায় না। ফেডারেশও খুব একটা নড়েচড়ে বসেনি।

ফলে আইএসএল আজ শুরু হলেও ক্লাব ও ভারতীয় ফুটবলের খুব একটা যে হেরফের হচ্ছে না, তা বলে দেওয়া যায়।

আরও পড়ুন-শাস্ত্রীর দাদাগিরি বন্ধ, দল নির্বাচনে কোচ নয়, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সৌরভ

 

Related articles

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...
Exit mobile version