মহারাষ্ট্রের পাশাপাশি সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে হরিয়ানাতেও। এদিন ৯০টি আসনে নির্বাচন৷ সকাল সাতটা থেকেই শুরু হয়ে গেছে ভোট৷ সাধারণ ভোটদাতাদের পাশাপাশি এদিন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার।

তবে এদিন নজিরবিহীনভাবে ভোট দিতে আসেন তিনি। ভোট দেওয়ার জন্য প্রথমে ট্রেন ও পরে সাইকেলে চেপে ভোটগ্রহণ কেন্দ্রে যান হরিয়ানার মুখ্যমন্ত্রী৷ চণ্ডীগড় থেকে শতাব্দী এক্সপ্রেস করে তিনি নামেন তাঁর জন্মস্থান কার্নালে৷ এরপর স্টেশন থেকে নিজে সাইকেল চালিয়ে পৌছন পোলিং বুথে৷

#WATCH Karnal: Haryana Chief Minister Manohar Lal Khattar rides a cycle to the polling booth. #HaryanaAssemblyPolls pic.twitter.com/NMUqTvfYJF
— ANI (@ANI) October 21, 2019
মনোহর লাল খাট্টার নিজের টুইটার হ্যান্ডেলে ট্রেনে চাপার ছবি পোস্ট করেন। তিনি লেখেন, ‘প্রথমে ভোট তারপর খাওয়া, আমি আমার ভোট দিতে চললাম’৷ এরপরেই তিনি লেখেন আপনার একটা ভোটই গঠন করতে পারে শক্তিশালী সরকার৷

আরও পড়ুন-স্ত্রী-পুত্রকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সচিন
