রাঁচিতে তৃতীয় তথা শেষ টেস্টে প্রথম দিনের শুরুতে ভারত একটু চাপে থাকলেও পরের দিকে যে ঝড় তোলেন রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানে, তা সামলে উঠতে পারল না দক্ষিণ আফ্রিকা। দু’শোর আগেই গুটিয়ে গেল প্রোটিয়া শিবিরের প্রথম ইনিংস।

প্রথম দিন যখন পঞ্চাশ রানের আগেই তিন উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত, তখন একদিকে রোহিত শর্মা ও একদিকে অজিঙ্কা রাহানে দাপটের সঙ্গে গুঁড়িয়ে দেন প্রোটিয়া বোলারদের শিরদাঁড়া। তারপর ১০ বলে ছটি ছক্কার সাহায্যে উমেশ যাদবের ৩১ রানও তাৎপর্য হয়ে ওঠে দলের কাছে। সব মিলিয়ে রোহিতের দ্বিশতরান, রাহানের ১১৫, জাদেজার হাফ সেঞ্চুরি সহ অন্যান্যদের অবদানে ভারত নয় উইকেট হারিয়ে ৪৯৭ রান করে। তখনই ডিক্লেয়ার দেন ক্যাপ্টেন কোহলি।

আরও পড়ুন – স্ত্রী-পুত্রকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সচিন

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানেই দু’উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর দ্বিতীয় দিনের খেলা শেষ হয়। তৃতীয় দিনের শুরুটাও চাপের হয় প্রোটিয়াদের কাছে। নেমেই অধিনায়ক ডুপ্লেসি ডাগআউটে ফিরে যান। দলের হয়ে একমাত্র উল্লেখযোগ্য রান করেন জুবের হামজা। তাঁর ৬২ রান দলকে একশোর গণ্ডি পেরোতে সাহায্য করে।

তবে এছাড়া আর কোনও ব্যাটসম্যানই মনে রাখার মতো রান করেননি। তাই ৪৯৭ রান তো দূরের কথা, দু’শোর গণ্ডিও পেরোতে পারল না দক্ষিণ আফ্রিকা। মাত্র ১৬২ রানেই গুটিয়ে গেল প্রোটিয়াদের প্রথম ইনিংস। স্বাবাভাবিকভাবেই ভারত ডুপ্লেসিদের ফলো অন করিয়েছে। তাই দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। নেমেই ১০ রানে এক উইকেট হারালেন তাঁরা। এখন দ্বিতীয় ইনিংসে কী হয়, সেটাই দেখার।

#TeamIndia enforce the follow-on.
Live – https://t.co/aHgpd1BT6z #INDvSA pic.twitter.com/W2G8PcJinX
— BCCI (@BCCI) October 21, 2019
আরও পড়ুন – স্ত্রী লারা দত্তকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রাক্তন টেনিস তারকা মহেশ ভূপতি
