বৃষ্টির হাত থেকে এখনও রেহাই মিলছে না রাজ্যবাসীর। ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গোটা দক্ষিণবঙ্গ সহ কলকাতায়। দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামীকাল ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়ায়। অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়াতেও। ভারী বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, বীরভূমে। মুর্শিদাবাদ, নদিয়া,উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন-ছটপুজোর ঘাট পরিষ্কারে সতর্ক পুরসভা
