কালীপুজোর রাতে শহরের বিভিন্ন প্রান্তে ৩টি অগ্নিকাণ্ড

কালীপুজোর রাতে শহরের তিনটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। গত রাতে সাড়ে ৯টা নাগাদ জোড়াসাঁকো থানা এলাকার একটি বহুতলে জুতোর কারখানায় আগুন লাগে। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন।

এরপর রাত ১০:৪০ মিনিটে বউবাজার থানা এলাকার একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

পরের ঘটনাটি ঘটে ভোররাত ৩:৫৫ মিনিটে। সরশুনা থানা এলাকার একটি বাড়িতে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তিনটি ঘটনাতেই কেউ জখম হননি।

আরও পড়ুন – দীপাবলিতে দূষণে উতরে মহানগর, রাজধানী ‘ভেরি পুওর’

Previous articleদীপাবলিতে দূষণে উতরে মহানগর, রাজধানী ‘ভেরি পুওর’
Next articleফের তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে