দাদা একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে। দাদার ওপেনার বীরেন্দ্র শেহবাগের এহেন কথায় ফের চাঙ্গা বাঙালি। তার চেয়েও বড় কথা হল, বোর্ড প্রেসিডেন্ট হওয়ার ২৪ ঘন্টা আগে সৌরভ-অমিত শাহর বৈঠক ফের আলোচনায় চলে এল।

শেহবাগ একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। ‘২০০৭ সালে কেপটাউন টেস্ট। আমি আর ওয়াসিম জাফর তাড়াতাড়ি আউট হয়ে ফিরে এসেছি। এরপর শচীনের নামার কথা। নামতে পারেনি শচীন একটি কারনে। দাদাকে বলতেই রাজি। সেটা ছিল দাদার কামব্যাক সিরিজ। খেলেছিলও দারুন। সেদিন ড্রেসিং রুমে আমি দুটি ভবিষ্যৎবাণী করি। একটি হল দাদা একদিন বিসিসিআই প্রেসিডেন্ট হবেই। আর দ্বিতীয়টা যা হতে চলেছে তাহল, দাদা একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে। শেহবাগের এই কথা ফের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌরভের বৈঠকের কথা ফিরিয়ে এনেছে। সৌরভের সেই বৈঠক নাকি ছিল বাংলার রাজনীতি নিয়ে, বলছেন একটি মহল। অমিতের কোন প্রস্তাব সেদিন সৌরভ গ্রহণ করেছিলেন, সে নিয়ে জল্পনা তুঙ্গে। সৌরভ সেই সাক্ষাতের কথা স্বীকার করলেও রাজনীতির ময়দানে নামার প্রশ্ন বাপি বাড়ি যা ভঙ্গিতে উড়িয়ে দিয়ে বলেছেন, এ নিয়ে কোনও কথা হয়নি। শেহবাগের বক্তব্য জনান্তিকে অনেকে সমর্থন করলেও তার জন্য বাঙালিকে অপেক্ষা করতে হবে প্রায় এক বছর!
