নিয়ম মতো ভ্রাতৃদ্বিতীয়ায় পরই বন্ধ হল কেদারনাথের মন্দির। বিশেষ পুজোর পর কয়েক হাজার ভক্ত ও তীর্থ যাত্রীর উপস্থিতিতে মন্দিরের দরজা বন্ধ করা হয়। আগামী ছ’মাস বন্ধ থাকবে মন্দির। এই ছ’মাস কেদারনাথের পুজো হবে উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দিরে।

বন্ধ হওয়ার সময় মন্দির থেকে ভগবান শিবের বিগ্রহ নিয়ে ফুলে সুসজ্জিত পালকি উখিমঠের উদ্দেশে রওনা দেয়। ‘জয় বাবা কেদার’ এবং ঢোল-বাদ্যি সহকারে বিশেষ শোভাযাত্রা করে পালকি রওনা হয়। ৩১ অক্টোবর রামপুর এবং গুপ্তকাশী হয়ে পালকি ওঙ্কারেশ্বর মন্দিরে পৌঁছবে। কেদারনাথ মন্দির কমিটির মুখপাত্রের দেওয়া হিসেব অনুযায়ী, এইবছর ৯ লক্ষ ৯৭ হাজার ৫৮৫ পুণ্যার্থী কেদারনাথ দর্শনে এসেছিলেন।


আরও পড়ুন – বাগদাদির উত্তরসূরীকেও খতম করেছে মার্কিন সেনা!
