পারল না ওড়িশা, রসগোল্লার জিআই ট্যাগ রইল বাংলার

২০১৭-তেই রসগোল্লার জিআই ট্যাগ পেয়েছিল বাংলা। কিন্তু তাকে চ্যালেঞ্জ জানায় পড়শি রাজ্য ওড়িশা। তাদেরকেই রসগোল্লার জিআই ট্যাগ দেওয়ার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় তারা। চেন্নাইতে জিআই রেজিস্ট্রেশন অফিসের পক্ষ থেকে তাদের তিনমাস সময় দেওয়া হয়। কিন্তু রেজিস্ট্রেশন অফিসে প্রয়োজনীয় তথ্য দিতে পারেনি ওড়িশা। এর জেরে বাংলার জিআই রেজিস্ট্রেশন বহাল রইল। একে বাংলার জয় বলেই দেখছেন বাংলার মিষ্টান্ন প্রস্তুতকারকরা। এটা এটা অভিজ্ঞতা ছিল বলেই মত তাঁদের।

আরও পড়ুন – প্রশ্নপত্রে উত্তর লেখার নির্দেশ আসায় ছাত্রছাত্রী ও স্কুল-কর্তৃপক্ষ পড়েছেন আতান্তরে