অলিম্পিকের টেস্ট ইভেন্টে সোনা জিতলেন ভারতের শিব থাপা এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন। এই কুস্তিগীর কাজাখস্তানের সানাতালি তোলতায়েভকে ৬৩কেজি বিভাগের ফাইনালে হারান। সেইসঙ্গে জিতে নেন অলিম্পিক সোনা। ভারতের পূজা রানিও মেয়েদের ৭৫কেজি বিভাগের লড়াইয়ের ফাইনালে অস্ট্রেলিয়ার ক্যাটলিন পার্কারকে হারিয়ে সোনা জেতেন।
