এবার সিলভার স্ক্রিনে লালুপ্রসাদ, সঙ্গে রাবড়ি দেবীও

বড় পর্দায় এবার লালুপ্রসাদ। সঙ্গে রাবড়ি দেবীও৷ দু’জনেই আসছেন রূপোলি পর্দায়। লালু-পুত্র তেজপ্রতাপকে ছোট-বড় পর্দায় হামেশাই দেখা যায় কৃষ্ণ বা শিব সাজতে৷ এবার পর্দায় তেজপ্রতাপের বাবা-মা-ও!

না, ঠিক তেমন নয়৷ আসলে লালু ও তাঁর স্ত্রীকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক৷ কোনও ব্যক্তিত্বকে নিয়ে ছবি বা বায়োপিক বানানো এখন রেওয়াজ হয়েছে বলিউডে৷ মোদি-মনমোহন সিং-সহ বেশ কয়েকজন বিশিষ্টকে নিয়ে তৈরি হয়েছে বায়োপিক৷ এবার সেই বায়োপিকের মিছিলে সামিল লালুপ্রসাদও৷

আরও পড়ুন – ইঞ্জিনিয়ারের কটাক্ষে অনুষ্কার পত্রবোমা, শোরগোল ক্রিকেটমহলে

লালুর দল RJD-র প্রতীক লণ্ঠন। লণ্ঠন প্রতীকেই ভোটে লড়তেন লালু৷ সেই প্রতীক অনুসারেই ছবির নাম ‘লালটন’৷ স্থানীয়ভাবে লণ্ঠনকে ‘লালটন’ বলা হয়৷ সেই থেকেই ছবির এই নামকরণ৷

লালুপ্রসাদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভোজপুরি ছবির নামী অভিনেতা যশ কুমারকে৷ রাবড়ি দেবীর চরিত্রে অভিনেত্রী স্মৃতি সিনহা৷ আগামী বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাবে এই ছবি৷ মূলত লালুপ্রসাদের রাজনৈতিক জীবনের গল্পই উঠে এসেছে এই ছবিতে৷ কীভাবে বিহারের এক সাধারণ ছেলে দেশের রাজনীতিতে নিজের জায়গা তৈরি করেছে, সেটাই এই ছবির বিষয়বস্তু৷ বিহার ও গুজরাতের বিভিন্ন জায়গায় চলেছে ‘লালটন’ ছবির শ্যুটিং৷

আরও পড়ুন – বিদেশে বিপস্সনা, রাহুলের ধ্যানরহস্য নিয়ে প্রশ্ন থামছেই না

Previous articleডেঙ্গুতে মৃত কলকাতা পুরসভার সোশ্যাল সেক্টরের ম্যানেজার
Next article‘গুপী গাইন ও বাঘা বাইন’ দিয়ে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব