পাদ্রিপাড়ার জগদ্ধাত্রী পুজোর থিম ‘নতুন মুদ্রা ও পুরাতনী মুদ্রা’

চন্দননগর পাদ্রিপাড়া জগদ্ধাত্রী পুজো এবার 36 বছরে পা দিল। এবারের এই পুজোর থিম ‘নতুন মুদ্রা ও পুরাতনী মুদ্রা’। এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য জগদ্ধাত্রী পুজো চার সম্প্রদায়ের ধর্মীয় মানুষকে নিয়ে আসছেন এলাকাবাসী। এই চার ধর্মের সম্প্রদায় মানুষেরা হল হিন্দু, মুসলিম,খ্রিস্টান ও পাদ্রি। এখানে দীর্ঘ দিন ধরে পাদ্রি সাহেবের বসবাস তাই থেকেই এই জায়গাটিকে পাদ্রিপাড়া বলা হয়ে থাকে।

আরও পড়ুন-দিলীপ গড়েই অস্বস্তিতে গেরুয়া শিবির

 

Previous articleদিলীপ গড়েই অস্বস্তিতে গেরুয়া শিবির
Next articleস্টেশন চত্বরে অগ্নিদগ্ধ দেহ, চাঞ্চল্য হুগলিতে