BIG BREAKING :দিল্লি পুলিশের বিরুদ্ধে কলকাতায় বৃহস্পতিবার থেকে আন্দোলনে আইনজীবীরা

দিল্লিতে পুলিশবিদ্রোহের রেশ বাংলায়। দিল্লিপুলিশের বিরুদ্ধে আন্দোলনে নামছেন তৃণমূল প্রভাবিত আইনজীবীরা। সোমবার থেকে কলকাতা হাইকোর্টের সামনে লাগাতার ধর্ণা। তবে এখনই কর্মবিরতি হচ্ছে না। মলয় ঘটক ও নেতৃত্ব বুধবার মঞ্চের জায়গা দেখে গেছেন। আন্দোলনকারীদের বক্তব্য: দিল্লি পুলিশ যেভাবে তিসহাজারি কোর্টে আইনজীবীদের সঙ্গে আপত্তিকর আচরণ করেছে এবং তারপরেও চাপ তৈরি করছে, এর প্রতিবাদে আন্দোলন। বস্তুত অমিত শাহের পুলিশের বিরুদ্ধেই এরাজ্যে সরব হচ্ছেন আইনজীবীরা। প্রথমে হাইকোর্টের সামনে লাগাতার ধর্ণা। তারপর দরকারে রাজ্যপালকে স্মারকলিপি। পরিস্থিতি অনুযায়ী আন্দোলনের গতিপ্রকৃতি ঠিক হবে।

আরও পড়ুন-আইএফএ-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পিকে-চুনীকে বিশেষ সম্মান

 

Previous articleআইএফএ-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পিকে-চুনীকে বিশেষ সম্মান
Next articleঅনড় শিবসেনা, আজ ফের বৈঠক পাওয়ারের সঙ্গে