কন্ট্রোলরুমে মমতা, দমদম থেকে উড়ান বাতিল ১২ ঘন্টার জন্য

নবান্নের কন্ট্রোল রুমে যখন মুখ্যমন্ত্রী তখন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়ে দিল, বুলবুল ঘূর্ণিঝড়ের জেরে কলকাতা বিমানবন্দরের বিমান পরিষেবা ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। আজ, শনিবার সন্ধ্যা ছ’টা থেকে রবিবার ভোর ছ’টা অবধি বিমান চলাচল বন্ধ থাকছে। ইতিমধ্যে ইন্ডিগো বিমান সংস্থা তাদের ২৩টি উড়ান বাতিল করেছে। এই উড়ানগুলি ছিল শনিবার শনিবার সন্ধ্যা ছ’টা থেকে রবিবার ভোর ছ’টা অবধি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বুলবুল পরবর্তী পরিস্থিতি কী হবে তা দেখার পরেই বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা তোলা হবে।

Previous articleআমাদের নৈতিক জয়, রাজনৈতিক ফয়দা তো হবেই : দিলীপ
Next articleস্কুলছাত্রকে অপহরণ, কী হল তারপর?