ছাত্র-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র জেএনইউ

ধিকিধিকি করে আগুন জ্বলছিল, এবার অগ্নিস্ফুলিঙ্গ। ফি বৃদ্ধি নিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় উত্তপ্ত। কার্যত হিংসার রুপ নিল সোমবার।

জেএনইউর পড়ুয়াদের এই আন্দোলন গত ১০-১৫ দিন ধরে চলছিল। এদিন যখন ভিতরে সমাবর্তন চলছে, তখন পড়ুয়াদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সকালে ক্যাম্পাসের বাইরে পুলিশ পিকেট বসে। কিন্তু দশটা নাগাদ প্রথম ধাক্কাধাক্কি, তারপর ব্যারিকেড ভেঙে বেরিয়ে যাওয়ার কারনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মারামারি শুরু হয়। কিছু পড়ুয়াকে গাড়িতে তুলে নেওয়া হয়। কিন্তু ছাত্রদের আন্দোলনের কাছে কার্যত অসহায় লেগেছে পুলিশকে বিক্ষোভরত ছাত্রদের বক্তব্য অন্যায়ভাবে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ফিজ বাড়াচ্ছে। এখানকার ৪০% ছাত্র অত্যন্ত গরিব পরিবার থেকে আসে। তাদের পক্ষে এই ধরনের ফিজ দেয়া সম্ভব নয়। সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে হস্টেলের সিকিউরিটি ডিপোজিট, ১৭০০টাকা থেকে হয়েছে ৩৫০০টাকা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য দাবি অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় জেএনইউতে খরচ অনেক কম। এছাড়া নিয়মিত খরচও বেড়েছে অনেকটাই। তৈরি করা হয়েছে ড্রেসকোড। নতুন নতুন নিয়ম চালু করা আর আলোচনা ছাড়াই ফিজ বৃদ্ধিতে ক্ষোভে ফুটছে বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন-রাষ্ট্রপতিকে খোলা চিঠি বিশ্বভারতীর বাম সংগঠনের

 

Previous articleফের ভয়াবহ দিল্লির দূষণ, প্রাণহানির শঙ্কাও ওড়ানো যাচ্ছে না
Next articleমসজিদ যদি বেআইনি হয়, তাহলে আদবানির বিরুদ্ধে আজও মামলা কেন? প্রশ্ন ওয়াইসি’র