সরযূর এক তীরে মন্দির, অন্য পাড়ে মসজিদ?

শীর্ষ আদালত নির্দেশ তো দিয়েছে, কিন্তু আযোধ্যায় মসজিদ হবে কোথায়? এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে। আগে হিন্দু সংগঠনগুলি দাবি তুলেছিল, অযোধ্যার বাইরে মসজিদ নির্মাণ করতে হবে। কিন্তু শনিবার, শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, মসজিদ নির্মাণের জন্য অযোধ্যার মধ্যেই উপযুক্ত স্থানে ৫ একর জমি দেওয়া হবে। এই পরিস্থিতিতে সরযূ নদীর তীরে শাহজানওয়া গ্রামে মসজিদটি তৈরির প্রস্তাব দেওয়া হতে পারে। সেখানেই বাবরের সেনাপতি মীর বাকির সমাধি। অভিযোগ, এই মীর বাকিই না কি মন্দির ভেঙে মসজিদটি নির্মাণ করেন। যদিও বিকল্প জমি দেওয়ার আগে সুন্নি ওয়াকফ বোর্ডের সঙ্গে আলোচনা করতে বলেছে শীর্ষ আদালত।

স্থানীয় মুসলিমের মতে, বাবরি মসজিদ চত্বরে নতুন মসজিদ নির্মাণের জমি চান না তাঁরা। সুপ্রিম কোর্টের নির্দেশ, অযোধ্যায় রাম জন্মভূমি-বাবরি মসজিদ কমপ্লেক্সের কাছে সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জমি দেওয়া যাবে না। তবে কোথায় মসজিদ গড়ে উঠবে তা নিয়ে ওয়াকফ বোর্ডের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওযা হবে। সূত্রের খবর, সরযূ নদীর যে পাড়ে রামমন্দির তৈরি হচ্ছে তার, অন্য তীরে তৈরি হতে পারে মসজিদ। কারণ, ঘনবসতিপূর্ণ অযোধ্যা শহরের মধ্যে প্রস্তাবিত জমিটি পাওয়া কঠিন। তাই সবদিক বিবেচনা করে অযোধ্যারই অপেক্ষাকৃত ফাঁকা অঞ্চলে মসজিদ নির্মাণের জন্য বিকল্প জমির খোঁজ করা হচ্ছে।

আরও পড়ুন-মসজিদ যদি বেআইনি হয়, তাহলে আদবানির বিরুদ্ধে আজও মামলা কেন? প্রশ্ন ওয়াইসি’র

 

Previous articleমসজিদ যদি বেআইনি হয়, তাহলে আদবানির বিরুদ্ধে আজও মামলা কেন? প্রশ্ন ওয়াইসি’র
Next articleআমন্ত্রণ পত্রে নেই সাংসদের নাম, কোচবিহার রাসমেলায় তুঙ্গে রাজনৈতিক তরজা