মাথায় হাত সাকিবের

একে মাথায় চেপেছে এক বছরের নির্বাসনের খাড়া, তার উপর বুলবুলের কারণে তছনছ হয়ে গেল বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের কাঁকড়ার খামার। ক্রিকেট মাঠে নামতে না পারার হতাশা কাটাতে ফুটবল মাঠে নেমে পড়েছিলেন। ফুটি হ্যাগসের হয়ে একটি ম্যাচও খেলেন। সেইসঙ্গে জানিয়েছিলেন, আগামী এক বছরে লক্ষ্য ব্যবসার বিস্তৃতি।

সাতক্ষীরার শ্যামনগরে সাকিবের রয়েছে একটি কাঁকড়া এবং চিংড়ির খামার। কিন্তু বুলবুল ঘূর্ণিঝড়ে শেষ হয়ে গিয়েছে এই জায়গা। ভেঙে গিয়েছে বেড়া, উড়ে গিয়েছে চাল, একাধিক টিনের ঘরও মাটিতে মিশে গিয়েছে। ফলে আপাতত খামার বন্ধ করে রাখতে বাধ্য হচ্ছেন সাকিব। শীতের তিন মাস এই খামার থেকে কাঁকড়া পাওয়া যাবে না। মূলত বছরে ৬ মাস চলে খামার। বাকি ৬ মাস বন্ধ থাকে। বন্ধ থাকার সময় খামারের পুকুরে কাঁকড়া চাষ হয়। সেই কাজই এই সময়ে চলছিল। কিন্তু তা আপাতত লন্ডভন্ড। মাথায় হাত সাকিবের।

আরও পড়ুন-বুলবুল বিধ্বস্ত এলাকায় যাচ্ছেন বাবুল সুপ্রিয়

 

Previous articleমহারাষ্ট্রে মহাজোটে মহাজট
Next articleরশ্মি নিভল বিজ্ঞাপন জগতের