দল দেখে নয়, সবাইকে ত্রাণ দিতে হবে, বসিরহাটে নির্দেশ মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার পরে, উত্তর চব্বিশ পরগনাতেও ‘বুলবুল’ দুর্গত এলাকায় পরিদর্শনে গিয়ে রাজনীতি না করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার, বসিরহাটে ‘বুলবুল’ দুর্গত এলাকা আকাশপথে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। এরপর, কর্মতীর্থে প্রশাসনিক কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন মমতা। সেখানে তিনি স্পষ্ট নির্দেশ দেন, দল দেখে নয় সবাইকে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবিষয়ে প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

চিকিৎসার জন্য বিশেষ ক্যাম্প করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে মোবাইল চিকিৎসা পরিষেবা চালু করতে বলেন তিনি।

আরও পড়ুন – মমতা ও অভিষেককে অভিনন্দন রাজ্যপালের

মুখ্যমন্ত্রী বলেন, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে হবে। হ্যারিকেন কিনে দেওয়ার ও কেরোসিন বিলি করার নির্দেশ দিয়েছেন।

শিশু ও ছাত্রছাত্রীদের দিকে বিশেষ নজর দেওয়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বেবিফুড যেন মেয়ার উত্তীর্ণ না হয়, সে দিকে বিশেষ নজর দিতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মৃত ৫ পরিবারকে ২ লক্ষ ৪০ হাজার টাকার চেক বিলি করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে চাল, ডাল, আলু বিলি করা হয়।

আরও পড়ুন – বসিরহাটে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

Previous articleশবরীমালা ও রাফাল মামলার সুপ্রিম রায় আগামিকাল
Next articleবিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার রাজপথ