হিমালয় জুড়ে ফুটে উঠেছে এখন চেরিব্লসম। মোহময়, অপরূপ হেমন্তের এই সময়। সেই চেরিব্লসম উৎসব উৎসব শুরু হয়েছে। কাল, শনিবার শেষ হবে উৎসব। মেঘের রাজ্য মেঘালয়ের কোলে উৎসব। সঙ্গী এবার দক্ষিণ কোরিয়া। রঙবাহারি ফুল। অসাধারণ দৃশ্য। বহু দূর-দূরান্ত থেকে মানুষ আসেন এই উৎসবে, প্রকৃতিকে উপভোগ করতে। এই নিয়ে উৎসব পা দিল চার বছরে। আর উৎসবকে কেন্দ্র করে মেঘালয়ের পর্যটনেও লাগে পালের হাওয়া। হিমালয়ের সংস্কৃতির পাশাপাশি দক্ষিণ কোরিয়ার নানা অনুষ্ঠানে মাতোয়ারা মেঘালয়।
