পরিষেবার শিকেয়, কিন্তু তিন ট্রেনের খাবার আরও দামি হচ্ছে

রেলের পরিষেবা নিয়ে অসংখ্য অভিযোগ। সেদিকে চোখ নেই রেল মন্ত্রকের। কিন্তু রেলের খাবারের দাম বেড়েই চলেছে। তিনটি ট্রেনের খাবার মূল্যবান হতে চলেছে। এই তিনটি ট্রেন হল রাজধানী, শতাব্দী এবং দুরন্ত এক্সপ্রেস। তিনটি ট্রেনে খাবারের দাম ৩-৯% বাড়ছে। তবে এর সঙ্গে নতুন একটি বিষয় যুক্ত হচ্ছে, তা হল ট্রেনগুলি স্টেশনে যে যে স্টেশন থামবে, সেই এলাকার জনপ্রিয় ও মুখোরোচক স্ন্যাক্স যাত্রীরা এবার থেকে পাবেন।

রেলের শ্রেণি অনুযায়ী দাম বৃদ্ধিও এক এক রকম। প্রতি কাপ চায়ের দাম বেড়েছে ৬টাকা। প্রথম শ্রেনির এসি কোচে চায়ের দাম ৩৫টাকা। বেড়ে হলো ৩৫+৬=৪১ টাকা। প্রথম শ্রেণির ব্রেকফাস্ট, ডিনারের দাম ৭-১৫ টাকা। বেড়ে হল ব্রেকফাস্ট ১৪০+১৫= ১৫৫ টাকা, ডিনার ২৪৫+১৫=২৬০ টাকা। এসি টু টায়ার, থ্রি টায়ার ও চেয়ার কারে চায়ের দাম কাপ প্রতি ২০টাকা, ব্রেকফাস্ট ১০৫ টাকা, লাঞ্চ ও ডিনার ১৮৫টাকা। এখানেও ৩-৯% হারে বাড়ছে।

Previous articleপরিযায়ী শ্রমিকদের জেরে ডেঙ্গু আতঙ্ক হরিহরপাড়ায়
Next articleকোচবিহারে রাসমেলার অন্যতম ঐতিহ্য টমটম গাড়ি