বুলবুলে রাজ্যে ক্ষতির পরিমাণ 24 হাজার কোটি টাকা, কেন্দ্রকে রিপোর্ট নবান্নের

কেন্দ্রীয় প্রতিনিধিদলের হাতে বুলবুলের ক্ষয়ক্ষতির হিসেব তুলে দিলো নবান্ন। শনিবার বিকেলে রাজ্যের তরফে কেন্দ্রকে জানানো হয়েছে, বুলবুল-ঝড়ে এ রাজ্যে মোট ক্ষতির পরিমাণ 23 হাজার 811 কোটি টাকা। এই টাকার পুরোটাই কেন্দ্রের কাছে দাবি করেছে রাজ্য। রাজ্যের তরফে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে জানানো হয়েছে:

● দুই 24 পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বুলবুল আঘাত হেনেছে।

● বুলবুলের জেরে ক্ষতিগ্রস্থ মানুষের মোট সংখ্যা প্রায় 35 লক্ষ।

● ফসল নষ্ট হয়েছে 14 লাখ 89 হাজার 924 হেক্টর জমির।

● বুলবুলের ছোবলে
5 লক্ষ 17 হাজার 535টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কেন্দ্রীয় প্রতিনিধিদের রাজ্য জানিয়েছে, ইতিমধ্যেই 4 লক্ষ 35 হাজার ত্রিপল বিলি করা হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতর 6 লক্ষের কিছু বেশি জলের পাউচ বিলি করেছে। এদিন রাজ্য দাবি করেছে, বুলবুলে যা ক্ষতি হয়েছে তার সবটাই কেন্দ্রকে দিতে হবে। রাজ্য এখন অপেক্ষা করছে কেন্দ্র এই খাতে কত টাকা বরাদ্দ করছে তা জানার জন্য।

Previous articleবারুইপুর- কামালগাজি বাইপাস এখনই সারান, পুরমন্ত্রীকে অনুরোধের চিঠি মিমির
Next articleNDA-র বৈঠকে আর না যাওয়ার কথা জানালো শিবসেনা