৪০ বছরে সবচেয়ে কম ক্রয়ক্ষমতা ২০১৯-এর জনতার!

বিগত চার দশকে এমন পরিস্থিতি এই প্রথম। মানুষের ক্রয়ক্ষমতা সর্বনিম্ন হল এ বছরে। প্রত্যেক বছর সার্ভে রিপোর্ট প্রকাশ করে ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস। কিন্তু সমালোচনার ভয়ে ২০১৭-১৮-র রিপোর্টই প্রকাশ করা হয়নি। সেই রিপোর্ট প্রকাশ করে দিয়েছে একটি সর্বভারতীয় সংবাদপত্র। আর তাতেই মোদি সরকারের এই অর্থনৈতিক দৈন্যতার তথ্য বেরিয়ে পড়েছে।

কী আছে এই রিপোর্টে? দেখা যাচ্ছে দেশের গ্রামাঞ্চলের মানুষের ক্রয়ক্ষমতা কমেছে ৮.৮%। যাদ মধ্যে রয়েছে খাদ্য, শিক্ষা আর পোশাকের মতো জরুরি তিন পরিষেবা। দানা শস্য কেনার হার দেখলে চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড় হবে। এখানে ক্রয় ক্ষমতা কমেছে ২০%। কেন্দ্র অবশ্য এই তথ্য অস্বীকার করেছে। কেন্দ্রের বক্তব্য, কিছু তথ্যগত ত্রুটি থাকায় রিপোর্ট প্রকাশ করা যায়নি। বিরোধী নেতা রাহুল গান্ধী কটাক্ষ করে বলতে ছাড়েননি, মোদিনোমিক্স ডুবছে। তাই তথ্য অপ্রকাশিত রেখে সরকার লজ্জা ঢাকছে।

Previous articleলিটল ম্যাগাজিন মেলা এবারও ফিরছে না নন্দন চত্বরে
Next articleদূষণ বাড়ছে মহানগর সহ হাওড়া, ঘুসুড়িতেও