অপেক্ষার আর মাত্র দেড় দিন। তারপরেই শুক্রবার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক টেস্টের সাক্ষী থাকবে গোটা ক্রিকেট বিশ্ব। গোলাপি বলে প্রথম টেস্ট খেলবে ভারত। মঙ্গলবার সকালে কলকাতায় পা রেখেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এদিনই পরে পুরো ভারতীয় দল শহরে আসেন। প্রত্যেককে বিমানবন্দরের সাদরে গ্রহণ করা হয়। শুধু টিম ইন্ডিয়া না, ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছে গোটা বাংলাদেশ টিম। সকলের একটাই লক্ষ্য পিঙ্ক টেস্ট জেতা। এখন সেটা হয় কিনা, সেটাই দেখার।

Bangladesh team departing Indore for the second Test in Kolkata. pic.twitter.com/4gfUZZ7F0k
— Bangladesh Cricket (@BCBtigers) November 19, 2019
#TeamIndia have arrived here in Kolkata for the #PinkBallTest#INDvBAN pic.twitter.com/fAoCdBM306
— BCCI (@BCCI) November 19, 2019