Friday, January 16, 2026

তিনদিনে লেখা হবে গোলাপি টেস্টের ইতিহাস? শুনে হেসে ফেললেন বাংলাদেশ অধিনায়ক

Date:

Share post:

ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট কি তিনদিনেই শেষ হয়ে যাবে, নাকি গড়াবে শেষদিন পর্যন্ত? প্রথম সম্ভাবনার বিষয়টি নিয়ে ক্রিকেট বোদ্ধাদের মধ্যে খুব বেশি দ্বিমত নেই। ইডেনের সবুজ উইকেট, গোলাপি বলের জটিল আচরণ, আগে কখনও রাতে টেস্ট না খেলা আর ইন্দোর টেস্টে বাংলাদেশ দলের পারফরম্যান্স দেখে তাঁদের ধারণা— ইডেন টেস্ট তিন দিনের বেশি গড়াবে না! যদি তাই হয়, তাহলে এত আয়োজন, এত রোমাঞ্চ তিন দিনেই শেষ হয়ে যাবে?টেস্ট যদি চতুর্থ কিংবা পঞ্চম দিনে নেওয়া যায়, তবেই লাভ শুধু ক্রিকেটীয় দিক দিয়ে নয়, লাভটা বাণিজ্যিক ও সাংগঠনিকভাবেও।

ইডেনের উইকেট তাই ব্যাটসম্যানদের মৃত্যুকূপ নয়, সিএবি চাইছে যতটা সম্ভব স্পোর্টিং করতে। বুধবার যতটা সবুজ দেখা গেছে, আজ ম্যাচের আগেরদিন গ্রিন টপের আভা অনেকটা কমেছে। শুক্রবার ম্যাচ শুরুর আগে সেটি নাকি আরও কমবে। দিন যত গড়াবে এই উইকেটে ব্যাটিং করা ততই সহজ হবে। যদি ব্যাটসম্যানরা উইকেট ছুঁড়ে দিয়ে না আসেন, গোলাপি বলের আচরণ দ্রুত ধরে ফেলতে পারেন—ইডেন টেস্ট অনায়াসে চার দিনে গড়াবে বলেই জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কিউরেটর। শুধু শুধু উইকেট-আতঙ্কে ভোগার কারণ তিনি দেখছেন না।

বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক সাংবাদিক বৈঠকে এসে তিনদিনের তত্ত্ব শুনে মুচকি হাসলেন। তাঁর কথায়, ‘একজন ক্রিকেটার হিসেবে আমি বলতে পারি না খেলা তিন দিনে শেষ হবে! ঘাস থাকলেই যে খেলা তিন দিনে শেষ হবে এমন কোনও কথা নেই। হয়তো ঘাস থাকার পরও শক্ত উইকেটের জন্য বল ভালোভাবে ব্যাটে আসতে পারে। কিউরেটর স্পোর্টিং উইকেটের কথা বলেছেন। আমার মনে হয়, স্পোর্টিং উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো।’

গোলাপি বলে দিনরাতের এই ঐতিহাসিক টেস্টকে কেন্দ্র করে ক্রিকেট জ্বরে কাবু তিলোত্তমা কলকাতা। প্রবল উৎসাহ, উদ্দীপনা। সাজ সাজ রব। দুই দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে থাকবেন বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিরাও। সব কিছুকে এড়িয়ে খেলায় মনোযোগ রাখা নিশ্চয়ই কঠিন। মুমিনুলের কাছে অবশ্য এটি কোনও চাপই মনে হচ্ছে না। তিনি বললেন, ‘বাইরে কি হচ্ছে না হচ্ছে পেশাদার খেলোয়াড় হিসেবে এটা আমাদের প্রভাবিত করবে বলে মনে হয় না। এই চাপ আসাও উচিত না। যে যার কাজ ঠিকমতো করছি। চাপ আসার কোনও সুযোগ নেই।’

আরও পড়ুন-আলোচনায় তিস্তা? কাল সন্ধ্যায় হাসিনা মমতার দ্বিপাক্ষিক বৈঠক

 

spot_img

Related articles

অধিনায়ক রোহিতের পক্ষে সরব, গম্ভীরের দল নির্বাচন নিয়ে ফের প্রশ্ন তুললেন মনোজ

বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ধাক্কা খেতে হয়েছে ভারতীয় দলকে। গৌতম গম্ভীরের দল নির্বাচন নিয়ে প্রশ্ন...

সিপিএম-এর হার্মাদরাই বিজেপির জল্লাদ, শুধু জার্সি বদলেছে: মেদিনীপুরে তীব্র আক্রমণ অভিষেকের, বাঁধলেন টার্গেট

“বোতল নতুন, মদ পুরনো। জার্সি পাল্টেছে। আগে সিপিএমের (CPIM) হার্মাদ ছিল, আজ বিজেপির জল্লাদ।“ শুক্রবার, মেদিনীপুরের সভা থেকে...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১৬ জানুয়ারি (শুক্রবার) ২০২৬ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১৪২১৫ ₹ ১৪২১৫০ ₹ খুচরো পাকা সোনা ১৪২৯০...

বাংলায় নিষিদ্ধ অ্যালমন্ট কিড সিরাপ, বিজ্ঞপ্তি জারি রাজ্য ড্রাগ কন্ট্রোলের

শিশুদের জনপ্রিয় কফ সিরাপ অ্যালমন্ট কিড সিরাপ (almont Kid Syrup) নিষিদ্ধ করা হল পশ্চিমবঙ্গে। রাজ্য ড্রাগ কন্ট্রোলের (West...