রবিবার সকালেই সুপ্রিম কোর্টে মহারাষ্ট্র-শুনানি

রবিবার ছুটির দিনেই শুনানি হবে সুপ্রিম কোর্টে। মহারাষ্ট্রের মহা-অভ্যুত্থান নিয়ে শিবসেনা, কংগ্রেস ও এনসিপি জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানায়। তিন দলের সেই আর্জিতে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট। রবিবার সকাল সাড়ে এগারোটায় শুনানির সময় ধার্য করা হয়েছে। আদালতের রিট পিটিশনে তিন দলের দাবি, রাজ্যপাল অবৈধ ও অসাংবিধানিকভাবে দেবেন্দ্র ফড়নবিশকে শপথ গ্রহণ করিয়েছেন। রাজ্যপালের নির্দেশ বাতিল হোক অথবা দেবেন্দ্রকে রবিবারই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দেওয়া হোক।

 

Previous articleবিয়ের উৎসবে মাতোয়ারা সকলে, তারই মাঝে গুলির আঘাতে প্রাণ গেল ফটোগ্রাফারের
Next articleঋষভকে নিয়ে সিরিয়াস বিসিসিআই! কিন্তু কীভাবে?