মহারাষ্ট্রে নাটকীয় পালাবদল অব্যাহত। বুধবার, ফ্লোর টেস্টের আগেই মঙ্গলবার, দুপুরে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন এনসিপি নেতা অজিত পাওয়ার। বুধবারই মহারাষ্ট্রে আস্থাভোটের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মঙ্গলবার, ভাইপোকে দলে ফিরে আসার আর্জি জানান এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। এরপরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দেন অজিত।
এদিকে, সূত্রের খবর ইস্তফা দিতে পারেন দুদিন আগেই শপথ নেওয়া মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও। মঙ্গলবারই বিকেল সাড়ে তিনটে নাগাদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করবেন। ওখানেই ইস্তফার কথা ঘোষণা করতে পারেন তিনি। রাজনৈতিক মহলের মতে, আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারার আশঙ্কা থেকেই পদত্যাগ করতে চাইছেন বিজেপি নেতা।
