কী কী কারণে পদত্যাগ করলেন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার?

১. অজিতের ধারণা ছিল, তাঁর সঙ্গে থাকবেন কম করে ৩০জন বিধায়ক। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় সঙ্গে থাকছেন মাত্র ১২জন বিধায়ক।

২. এনসিপি সূত্রে খবর, অজিত পদত্যাগ করেছেন আর একটি কারণে। শোনা যাচ্ছে ঘরে ফেরার পর দলের পক্ষ থেকে তাঁকে উপ-মুখ্যমন্ত্রীর পদ দেওয়ার ব্যাপারে কথা দেওয়া হয়েছে। যদিও শিবসেনা বা কংগ্রেসের পক্ষ থেকে এ নিয়ে মন্তব্য করা হয়নি।

৩. ধনঞ্জয় মুন্ডে ছায়াসঙ্গী ছিলেন অজিতের। কিন্তু শেষ মুহূর্তে তিনিও অজিতের সঙ্গ ছেড়ে দেওয়ার পর অজিতও হাল ছেড়ে দেন।

৪. দলের দক্ষিণের অবিসংবাদিত নেতা ছিলেন অজিত। কিন্তু শরদের ছত্রছায়া থেকে বেরিয়ে যাওয়ার পরেই তিনি বুঝে যান, তাঁর নয়, শরদের কথাকেই শেষ কথা হিসাবে ধরেন বিধায়করা।