শনিবার ‘দাদাগিরিতে’ আসছে বাংলার মেয়ে, অভিনেত্রী রানি মুখার্জি। হতে পারে এখন টলিউডে খুব একটা দেখা যায় না রানিকে। তবে রানি বলিউডে নিজের জায়গাটা পোক্ত করে নিয়েছেন। তবে বাংলার কোনও কিছুই ভুলে যাননি তিনি। আজ, শনিবার ‘দাদাগিরিতে’ সৌরভের সঙ্গে থাকবেন রানি মুখার্জি। ‘দাদাগিরি’-র মঞ্চে আজ রানি একটি কালো এবং হাল্কা বেগুনী রঙের শাড়িতে উপস্থিত থাকবেন। সঙ্গে থাকবেন ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে থাকছে টক ঝাল ফুচকা। ফুচকা খাবেন সৌরভ এবং রানি দুজনেই। এবং রানি শুনবেন তাঁর সিনেমার কিছু গানও।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর উদ্যোগ,’সুফল বাংলা স্টল’-এ মিলবে ৫৯ টাকায় পেঁয়াজ
