উন্নাওয়ের প্রতিবাদে রাজধানীতে জ্বলল মশাল

বিচারের দাবিতে দিল্লিতে বিক্ষোভ মিছিল । শনিবার রাজধানীর রাস্তায় হায়দরাবাদের ঘটনার বিরুদ্ধে একেবারে নজিরবিহীনভাবে প্রতিবাদের পথে হাঁটলেন ক্ষুব্ধ দেশবাসী । মশাল ও জাতীয় পতাকা নিয়ে মিছিলে পা মেলালেন তারা। হাঁটলেন ৭৩ বছরের প্রৌঢ়াও। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ছোঁড়ে।


শুক্রবার রাতে হাসপাতালে অগ্নিদগ্ধ উন্নাওয়ে নির্যাতিতা জীবনযুদ্ধে হার মেনেছে। ধর্ষণের মামলা চলাকালীন আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার সময় তাঁকে জ্বালিয়ে দেয় অভিযুক্তরা। জ্বলন্ত শরীর নিয়েই প্রাণে বাঁচতে সে সাহায্যের জন্য ছুটে যায় প্রায় ১ কিলোমিটার। শনিবার কাকভোরে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে ফের প্রতিবাদের ঝড় ওঠে। দিল্লির পথে শুরু হয় প্রতিবাদ মিছিল, বিক্ষোভ।

Previous articleকেন্দ্র আর্থিক সাহায্য না করলে ভারত থেকে ব্যবসা বন্ধের বার্তা ভোডাফোনের
Next articleএনকাউন্টারে 2 বছরে 103 ‘অপরাধী’ নিকেশ, মায়াবতীর জবাবে তথ্য ফাঁস যোগীর পুলিশের