LIVE UPDATE:লোকসভায় নাগরিকত্ব বিল পেশ

  • লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
  • ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব উচিত নয়: অধীর রঞ্জন চৌধুরী।
  • সংখ্যালঘুদের জন্য এই বিল নয়, লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশের পর এ কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • বিলের বৈধতা নিয়ে প্রশ্ন বিরোধীদের।
  • ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করা হবে না: অমিত শাহ
  • অনুচ্ছেদ ১৪ আইন তৈরিতে বাধা দিতে পারে না।
  • কেন পাকিস্তান থেকে আসা ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হল না: অমিত শাহ।
  • ১৯৭১-এ বাংলাদেশ থেকে আসা মানুষদের নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করেন ইন্দিরা গান্ধি।
  • বিল সংবিধানের অনুচ্ছেদ ১৪ লংঘন করছে না।
  • বিলে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করা হচ্ছে না।
  • বিরোধীরা পাক অধিকৃত কাশ্মীরকে দেশের অংশ মানেন না: অমিত শাহ।
  • আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তানের সংবিধানে মুসলিম ধর্মের উল্লেখ আছে।
  • কিন্তু দুর্ভাগ্যবশত এই তিন দেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে।
  • এই বিলে সেই অত্যাচারিত সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
  • নেহেরু-লিয়াকত চুক্তিতে দুই দেশের সংখ্যালঘুদের সুরক্ষার কথা উল্লেখ ছিল।
  • নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থনে লোকসভায় ভোট পড়লেও ২৯৩টি বিপক্ষে ভোট ৮২টি।

Previous articleকর্তব্যে গাফিলতি : উন্নাও থানার ভারপ্রাপ্ত অফিসার-সহ ৭ পুলিশকর্মী সাসপেন্ড
Next articleসিএবি-র বিরুদ্ধে সরব কংগ্রেস, গণতন্ত্রের উপর হামলা, বললেন রাহুল, লড়াইয়ের বার্তা প্রিয়ঙ্কার