ছাড়পত্র মিলেছে, সাত দিনেই পাঁচামি কয়লাখনির কাজ : মুখ্যমন্ত্রী

ছাড়পত্র মিলেছে। সাত দিনের মধ্যেই শুরু হবে দেউচা-পাঁচমি কয়লাখনির কাজ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় বেঙ্গল বিজনেস কনক্লেভে জানালেন কাজ শুরু হতে চলেছে দেওয়ানগঞ্জ হরিণসিংঘাতে। ছাড়পত্র মিলে গিয়েছে। মুখ্যসচিব এলাকায় যাবেন। মাটি থেকে ২০০-৩০০ মিটার নিচে কয়লা পাওয়া যাবে। এলাকায় পাথরের কোনো বাধা নেই। মুখ্যমন্ত্রীর কথায় প্রায় ৪০লাখ মেট্রিক টন কয়লা মিলবে এই অঞ্চল থেকে। পাশাপাশি পরিবেশ ও পুনর্বাসনের কাজও শুরু করবে রাজ্য।

গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধনে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানান। তখন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত এই প্রকল্পের পরিবেশের ছাড়পত্র ও পুনর্বাসন নিয়ে অভিযোগ তোলেন। সেই প্রশ্নগুলিরও এদিন মুখ্যমন্ত্রী নিরসন করেন।

মুখ্যমন্ত্রী কেন্দ্রের নাম না করে এক হাত নিয়ে বলেন, ভয় দেখানো, সিবিআই ট্যাক্স, কাস্টমস ট্যাক্স এসব ভাল নয়। মানসিক দূষণ। পরিবার সুখে থাকলে তো বিনিয়োগ আসবে! কেউ রোজ এসে ঘাড়ে ধাক্কা দিয়ে বলবে গেট আউট, ব্যবসা বন্ধ করে চলে যাও, তা হবে না।

Previous articleসিএবি-এর বিরোধিতার বীরভূমে রেল ও পথ অবরোধ
Next articleপ্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ, স্কুল চত্বরে উত্তেজনা