নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আইজি-র ইস্তফা!

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সারা দেশ উত্তাল। বিলের প্রতিবাদে জ্বলছে সারা উত্তর-পূর্ব। এই পরিস্থিতিতে বিলের প্রতিবাদে সরব এক প্রশাসনিক আধিকারিক। রাজ্যসভায় বিল পাশ হওয়ার পরেই নিজের টুইটার হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেন মহারাষ্ট্র পুলিশের আইজি আবদুর রেহেমান। শুধু তাই নয়, বিলের প্রতিবাদে চাকরি থেকে ইস্তফা দিচ্ছেন বলেও জানিয়েছেন ওই আইপিএস অফিসার। বৃহস্পতিবার থেকেই অফিসে যাওয়া বন্ধ করেছেন তিনি। নাগরিকত্ব সংশোধনী বিলকে সরাসরি অগণতান্ত্রিক ও সংবিধান বিরোধী বলে আখ্যা দিয়েছেন মহারাষ্ট্রের আইজি।

২১ বছর ধরে মহারাষ্ট্র প্রশাসনের একাধিক পদে ছিলেন এই আবদুর রেহেমান। সাচার কমিটি ও রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্টের পরেও ভারতে মুসলিমদের সঙ্গে কী ধরনের বঞ্চনা হচ্ছে সে বিষয়ে বইও লিখেছেন তিনি। বিলের বিরোধিতা করে তিনি বলেন, এতে শুধুমাত্র মুসলিমদেরই নাগরিকত্ব প্রমাণ দিতে হবে। এটা ভারতের সংবিধান বিরোধী। বিলের বিরোধিতায় দেশের উত্তর-পূর্ব যখন উত্তাল, তখন পশ্চিমের রাজ্যের এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের ইস্তফা তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।

Previous articleএনআরসি-সিএবি-র বিরোধিতায় রণকৌশল বৈঠকের ডাক তৃণমূল নেত্রীর
Next articleমুকুল রায়ের কণ্ঠস্বর-এর নমুনা জমা দিতে নির্দেশ হাইকোর্টের