নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসি দিতে তৈরি ২ ফাঁসুড়ে

নির্ভয়াকাণ্ডের ৪ দোষীর বিরুদ্ধে ফাঁসির কথা জানিয়েছিল আদালত। কিন্তু ফাঁসুড়ে পাওয়া যাচ্ছিল না। তা নিয়ে চিন্তায় ছিল তিহাড় জেল আধিকারিকরা। এখন নির্ভয়াকাণ্ডে ৪ দোষীর দ্রুত ফাঁসির সম্ভাবনা। ফাঁসুড়ে চেয়ে তিহাড় জেল থেকে পুলিশকে চিঠি পাঠানো হয়েছিল, জানালেন উত্তরপ্রদেশের ডিজিপি আনন্দ কুমার। আনন্দ কুমার জানিয়েছেন,’ আমাদের ২ জন ফাঁসুড়ে তৈরি, চাইলেই দিয়ে দেব।’ নির্ভয়াকাণ্ডের দোষীদের চরম শাস্তির দাবিতে দিল্লিতে মিছিল হয়। এরপর দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন বলেন, নারী নির্যাতন বন্ধের জন্য কড়া আইনের প্রয়োজন। কড়া আইন থাকলে ভয় পাবে অপরাধীরা।

Previous articleপাকিস্তানে গুগল সার্চের নিরিখে শীর্ষ ১০-এ অভিনন্দন ও সারা! কিন্তু কী মতলবে
Next articleউপাচার্যদের বৈঠকে ডাকলেন শিক্ষামন্ত্রী