Sunday, May 4, 2025

রাজ্যে বিক্ষোভের জেরে শুধু ট্রেন-বাসেই ক্ষতির পরিমাণ কোটি কোটি টাকা

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পরই বাংলাতে শুরু হয়েছে প্রতিবাদ- বিক্ষোভ৷ রাজ্যের একাধিক প্রান্তে জ্বলেছে আগুন ৷ ট্রেন,বাস,স্টেশন পুড়ছে৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, গত ৩-৪ তিন-চারদিনের হিংসাত্মক আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৮ টি সরকারি বাস। যার মধ্যে প্রায় ১৪টি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তবে সরকারি বাসের তুলনায় বেশি ক্ষতি হয়েছে বেসরকারি বাস। যেখানে প্রায় ৬০ টি বেসরকারি বাস কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওদিকে রেলের ক্ষতির পরিমাণ আকাশছোঁয়া৷ দক্ষিণ-পূর্ব রেলের হিসাব,খড়গপুর বিভাগেই প্রায় ১৮ কোটি ৭৯ লাখ ৩৫ হাজার ৭৭৯ টাকা ক্ষতি হয়েছে। বেসরকারি বাসে লাগামছাড়া ক্ষতি হওয়ায়, উদ্বিগ্ন বেসরকারি বাস মালিকরা। তাদের বক্তব্য, ক্ষতি হওয়া বাস ঠিক করতে কমপক্ষে ৬-৭ মাস লাগবে। ফলে আর্থিকভাবে ক্ষতির পাশাপাশি যাত্রীরাও বিপাকে পড়বেন।

পশ্চিমবঙ্গ পরিবহন নিগম সূত্রে জানা গিয়েছে, নাগরিকত্ব আইনের প্রতিবাদে চলা হিংসাত্মক আন্দোলনে নিগমের ৫টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। NBSTC-র মোট ১৬টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৮টি বাসে আগুন লাগানো হয়েছে৷ জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন এবং অল বেঙ্গল বাস-মিনিবাস কোঅর্ডিনেশন কমিটির দাবি, এই আন্দোলনের জেরে ৬০টি বেসরকারি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এর মধ্যে ১৫ টি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে৷ এক- একটি বাসের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ৭টি পরিবার যুক্ত৷ এত ক্ষতির দায় কে নেবে! বাস ক্ষতিগ্রস্ত বাসগুলির সঙ্গে যুক্ত পরিবার এখন কি খাবে! বিমার টাকা যাতে দ্রুত পাওয়া যায়, তা পুলিশ প্রশাসনকে দেখতে হবে। সরকারকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে৷

আরও পড়ুন-জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে অবরুদ্ধ কলেজ স্ট্রিট

 

spot_img
spot_img

Related articles

কাশ্মীরের রমবানে খাদে সেনার গাড়ি, মৃত্যু ৩ জওয়ানের

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ জিগিরের মাঝেই ফের বিপর্যয় ভারতীয় সেনায় (Indian Army)। কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল তিন সেনা...

১৫ দিনে দ্বিতীয়বার! খড়গপুর আইআইটি-তে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

খড়গপুর আইআইটি-র হস্টেল থেকে মিলল আরও এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। মাত্র চার মাসের ব্যবধানে এই নিয়ে তৃতীয় মৃত্যু...

প্রয়াত ১২৯ বছর বয়সী দেশের প্রবীণতম ‘যোগী’ স্বামী শিবানন্দ বাবা

যোগেই (Yoga) রোগ মুক্তির কথা বলেছিলেন তিনি। জীবন দর্শনকে জীবনশৈলীতে বাস্তবায়িত করে দেখিয়েছেন। এবার শেষ হলো পথ চলা।...

অবশ্যই যেতে হবে: দিলীপের পথে জগন্নাথ মন্দিরের প্রশংসায় আরও এক বিজেপি সাংসদ

বাংলায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রতিষ্ঠা নিয়ে রাজনীতির খেলায় বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের সেই মন্দির প্রতিষ্ঠায় যাওয়া নিয়েও...