Friday, January 30, 2026

রাজ্যে বিক্ষোভের জেরে শুধু ট্রেন-বাসেই ক্ষতির পরিমাণ কোটি কোটি টাকা

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পরই বাংলাতে শুরু হয়েছে প্রতিবাদ- বিক্ষোভ৷ রাজ্যের একাধিক প্রান্তে জ্বলেছে আগুন ৷ ট্রেন,বাস,স্টেশন পুড়ছে৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, গত ৩-৪ তিন-চারদিনের হিংসাত্মক আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৮ টি সরকারি বাস। যার মধ্যে প্রায় ১৪টি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তবে সরকারি বাসের তুলনায় বেশি ক্ষতি হয়েছে বেসরকারি বাস। যেখানে প্রায় ৬০ টি বেসরকারি বাস কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওদিকে রেলের ক্ষতির পরিমাণ আকাশছোঁয়া৷ দক্ষিণ-পূর্ব রেলের হিসাব,খড়গপুর বিভাগেই প্রায় ১৮ কোটি ৭৯ লাখ ৩৫ হাজার ৭৭৯ টাকা ক্ষতি হয়েছে। বেসরকারি বাসে লাগামছাড়া ক্ষতি হওয়ায়, উদ্বিগ্ন বেসরকারি বাস মালিকরা। তাদের বক্তব্য, ক্ষতি হওয়া বাস ঠিক করতে কমপক্ষে ৬-৭ মাস লাগবে। ফলে আর্থিকভাবে ক্ষতির পাশাপাশি যাত্রীরাও বিপাকে পড়বেন।

পশ্চিমবঙ্গ পরিবহন নিগম সূত্রে জানা গিয়েছে, নাগরিকত্ব আইনের প্রতিবাদে চলা হিংসাত্মক আন্দোলনে নিগমের ৫টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। NBSTC-র মোট ১৬টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৮টি বাসে আগুন লাগানো হয়েছে৷ জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন এবং অল বেঙ্গল বাস-মিনিবাস কোঅর্ডিনেশন কমিটির দাবি, এই আন্দোলনের জেরে ৬০টি বেসরকারি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এর মধ্যে ১৫ টি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে৷ এক- একটি বাসের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ৭টি পরিবার যুক্ত৷ এত ক্ষতির দায় কে নেবে! বাস ক্ষতিগ্রস্ত বাসগুলির সঙ্গে যুক্ত পরিবার এখন কি খাবে! বিমার টাকা যাতে দ্রুত পাওয়া যায়, তা পুলিশ প্রশাসনকে দেখতে হবে। সরকারকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে৷

আরও পড়ুন-জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে অবরুদ্ধ কলেজ স্ট্রিট

 

spot_img

Related articles

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে...

অনিশ্চিত! বিএলও-র কাজ করলে কীভাবে মাধ্যমিকের গার্ড: প্রশ্ন তুলে কমিশনকে চিঠি পর্ষদের

সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পরিচালনা করতে লাগবে ৫০ হাজার শিক্ষক। অথচ কত শিক্ষকে পাবে মধ্যশিক্ষা পর্ষদ...