CAA: কেরালায় আজ সিপিএম ও কংগ্রেস একমঞ্চে পালন করবে ‘সত্যাগ্রহ’

নজিরবিহীন ঐক্য! কেরালার রাজনীতিতে কার্যত অহি-নকুল সম্পর্ক যে দুই দলের মধ্যে, তারা সোমবার একমঞ্চে সামিল হয়ে ‘সত্যাগ্রহ’ পালন করবে। সিপিএম ও কংগ্রেস যৌথমঞ্চে জেহাদ ঘোষণা করবে নাগরিকত্ব আইনের প্রতিবাদে। কেরালার রাজনীতিতে দুই শত্রুপক্ষকে মিলিয়ে দিল মোদি সরকারের নতুন নাগরিকত্ব আইন।

সোমবার তিরুবনন্তপুরমে CAA বিরোধী সত্যাগ্রহ কর্মসূচিতে সামিল হবেন সিপিএম নেতা ও কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। একই মঞ্চে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা, কংগ্রেসের রমেশ চেন্নিথালা। থাকবেন দুই দলের নেতা-কর্মীরাও। কেরালার সিপিএম ও কংগ্রেস দুই দলই বলছে সময়ের দাবি মেনে, জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার ডাক দিয়ে তাঁরা ঐক্যবদ্ধ হয়ে পথে নামছেন। কারণ জাতীয় স্বার্থ রাজনৈতিক বিরোধিতার চেয়ে অনেক বড় বিষয়।

Previous articleনির্ধারিত সময় পার, রাজভবনে অনুপস্থিত মুখ্যসচিব ও ডিজি
Next articleCAA: বাংলায় ১৭ টি বাম ও সহযোগী দলের চারদিনের প্রতিবাদ-মিছিল