ফের বিক্ষোভের আগুন রাজধানীতে

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে শুক্রবার, সন্ধের মুখে ফের উত্তেজনার পারদ চড়ল রাজধানীতে। সিএএ বিরোধী প্রতিবাদ মিছিল থেকে দিল্লির জামা মসজিদ সংলগ্ন এলাকায় একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। তাদের হটাতে পুলিশ লাঠিচার্জ করে। জলকামান ব্যবহার করা হয়। প্রতিবাদীদের আড়ালে সমাজবিরোধীরা আক্রমণ চালাতে পারে বলে আশংকা পুলিশের। জলকামান এবং লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে পড়েন বিক্ষোভকারীরা। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

Previous articleযাদবপুরে সমাবর্তনে ধনকড়কে বয়কটের পরিকল্পনা ছাত্র সংগঠনগুলির
Next articleনাগরিকত্ব ইস্যুতে এখনও কেন জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন না প্রধানমন্ত্রী মোদি?