বিক্ষোভ থামাতে জাতীয় সঙ্গীত গাইলেন বেঙ্গালুরুর ডিসিপি

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশ জুড়ে চলছে বিক্ষোভ-প্রতিবাদ। বাদ যায়নি বেঙ্গালুরুও। সেখানকার টাউন হলের সামনে বৃহস্পতিবার চলছিল বিক্ষোভ। বিক্ষোভকারীদের শান্ত করতে এক পুলিশ-কর্তা গাইলেন জাতীয় সঙ্গীত।তিনি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ থামানোর আবেদন জানান। এমনকি জানিয়ে দিলেন তাঁরাও লাঠিচার্জ করবেন না। তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে আন্দোলন চলল শান্তিপূর্ণভাবে।সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল। এই অভাবনীয় কাজটি করেছেন বেঙ্গালুরুর ডিসিপি চেতন সিংহ রাঠৌর।
বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি আমায় বিশ্বাস করেন, তা হলে আমি একটা গান গাইব। আর যাঁরা দেশবাসী, সবাই আমার পাশে দাঁড়াবেন। এরপরেই জাতীয় সঙ্গীত শুরু করেন তিনি। বিক্ষোভকারীরাও তাঁর সঙ্গে গলা মেলান।তাঁর এই কীর্তিকে কুর্নিশ করেছেন বেঙ্গালুরুর পুলিশ কর্তারা।

Previous articleযোগীর রাজ্যে ফের পুলিশ-আন্দোলনকারী খণ্ডযুদ্ধ, বন্ধ ইন্টারনেট পরিষেবা
Next articleজ্বলছে যোগীর রাজ্য, ফের ৩ মৃত্যু, বেড়ে ১২, রাজ্যে ১৪৪ ধারা