Wednesday, November 12, 2025

খোলা বাজারে আলুর দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে!

Date:

Share post:

পেঁয়াজের মতো খোলা বাজারে আলুর দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে! জ্যোতি আলুর দাম এখন ২২ টাকা কেজি মিলছে । শুক্রবার শহরের অধিকাংশ বাজারে চন্দ্রমুখী আলু ২৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। রাজ্যের কৃষি বিপণন দফতর স্বীকার করে নিয়েছে , “গত তিন দিনে আলুর দাম কেজিতে তিন টাকা বেড়েছে।” এখন সরকারি অভিযান বন্ধ, টাস্ক ফোর্সও কার্যত হাত তুলে দিয়েছে। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, চোরাপথে অন্য রাজ্যে আলু যাচ্ছে। এ কথা তাঁরা কৃষি বিপণন দফতরকে জানিয়েছেন। তাঁর দাবি, রাজ্যের সীমানা সিল করা হয়েছে।

হিমঘরে আলু রাখার মেয়াদ ৩০ নভেম্বর থেকে আরও ১৫ দিনের জন্য বাড়ানো হয়েছিল। তা-ও শেষ হয়েছে। তার পরেও কিছু হিমঘরে এখনও আলু মজুত রয়েছে বলে জানাচ্ছেন জেলার হিমঘর মালিকেরা।
হিমঘর মালিকদের সংগঠন সূত্রে খবর, জেলায় ৪৬টি হিমঘরে বর্তমানে বেশ কিছু পরিমাণ আলু রয়েছে। বেশির ভাগ হিমঘর থেকে আলু বের করে দেওয়া হয়েছে। অল্প কিছু হিমঘরে এখন আলু মজুত রয়েছে।
পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক বরেন মণ্ডলের দাবি, “প্রায় ১০০ কোটি টাকার আলু রাস্তায় পড়ে রয়েছে। পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে আলুর গাড়ি আটক করা চলছে। কোন নির্দেশিকায় তা হচ্ছে, আমরা জানি না।” তাঁদের বক্তব্য, আলুর জোগানে টান নেই। কোন বাজারে কত আলু চাই, সরকার তা জানালেই সরবরাহ করা হবে।

আরও পড়ুন-শিলংয়ের সৌন্দর্য উপভোগ করতে লাগবে বিশেষ অনুমতি!

 

spot_img

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...