বিশ্বসেরা হয়ে বাংলার শামির বছর শেষ

বছরটা শুরু হয়েছিল স্ত্রীর সঙ্গে গন্ডগোল এবং বিচ্ছেদ নিয়ে। আর বছরটা শেষ করলেন বিশ্বসেরার খেতাব নিয়ে। তিনি মহম্মদ শামি। বাংলার গর্ব। ভারতের দ্রুততম ফাস্ট বোলার। তৃতীয় ওয়ান ডে ম্যাচে সাই হোপকে আউট করে একদিনের ম্যাচে এক ক্যালেন্ডার ইয়ারে ২১টি ম্যাচে নিলেন ৪২টি উইকেট নিলেন মহম্মদ শামি। যার মধ্যে ৫উইকেট রয়েছে, রয়েছে ৪উইকেট দু’বার। এবছর আবার বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাট্রিকের কৃতিত্ব অর্জন করেছেন শামি। শামি ভাঙলেন ট্রেন্ট বোল্টকে। ২০ ম্যাচে ৩৮ উইকেটের রেকর্ড। প্রথম ভারতীয় হিসেবে শামির এই রেকর্ড। ২০১৪ সালে তিনি ৩৮ উইকেট নিয়েছিলেন।

Previous article‘পোড়াতে হলে আমার কুশপুত্তলিকা পোড়ান, দেশের সম্পত্তি নয়’ : মোদি
Next articleনাড্ডার মিছিলে শোভনকে হাজির করানোর মরিয়া চেষ্টা চলছে বিজেপি-তরফে