বাইকে KP লিখে ঘুরছিল বাইক চোর! তারপর যা হল

কলকাতার ইকবালপুর এলাকায় একটি বাইকে KP অর্থাৎ ‘কলকাতা পুলিস’ লিখে ঘোরাটাই কাল হল ‘বাইক চুরির পান্ডা’ রাজেশ আলি সরদার। গত ৩ মাসে ৯টি বাইক চুরির ঘটনার অভিযোগ দায়ের হয়েছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানায়।

ফলে ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে পুলিশ সেই বাইক চুরির তদন্তে নামে। তদন্তে সিসিটিভি ফুটেজের ছবি সংগ্রহ করে বিভিন্ন তাদের সোর্সের কাছে পাঠায়। এরপরই খবর পাওয়া যায়, মূল অভিযুক্ত রাজেশ KP লেখা একটি বাইক নিয়ে ইকবালপুর এলাকায় ঘোরাঘুরি করছে।

অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে, সে গাড়ি চুরির কথা শিকার করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মল্লিক বাজার এলাকা থেকে রমেশ প্রসাদ জয়সওয়াল(৫৬) নামে এক রিসিভারকেও আটক করে। তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া চারটি বাইক।

আরও পড়ুন-অমিত শাহের পদত্যাগের দাবি তুলে ৮ জানুয়ারি ভারত বনধ-এর ডাক কংগ্রেসের

 

Previous articleঅমিত শাহের পদত্যাগের দাবি তুলে ৮ জানুয়ারি ভারত বনধ-এর ডাক কংগ্রেসের
Next articleইসলামপুরে পরিত্যক্ত চা-বাগানের জমি দখল ঘিরে মৃত এক